গাজীপুর: গাজীপুরে আলোকিত নিউজ ডটকমের প্রতিবেদক মেহেদী হাসান সবুজকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
জেলা সদরের ভবানীপুর বাজার এলাকার একটি বাড়ি থেকে শুক্রবার সন্ধ্যায় তাকে প্রথমে আটক করা হয়।
জয়দেবপুর থানার এসআই সাইদুর রহমান খান ও এএসআই রকিবুল ইসলাম তখন দাবি করেন, তারা ইয়াবা ব্যবসায়ী শরিফ হোসেন নামে একজনকে গ্রেফতারের পর সাথে থাকা সবুজের কাছে ১০ পিস ইয়াবা ট্যাবলেট পেয়েছেন।
পরে কতিপয় সাংবাদিকসহ কুচক্রী মহল তৎপর হয়। তারা অপপ্রচারেও লিপ্ত হন।
খবর পেয়ে থানার ওসি আসাদুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি আলোকিত নিউজকে বলেন, ইয়াবা পাওয়া গেছে। আপনি আমারে ফোন করছেন কেন? সারা ঢাকা শহরের সাংবাদিকরা বলতেছে ওরা খারাপ।
সারা ঢাকা শহরের সাংবাদিকদের বাড়ি ভবানীপুর কি না, জানতে চাইলে সংযোগ কেটে দেন তিনি।
এরপর এসআই জাফরের মোবাইল নম্বর এসএমএস করে দেন ওসি। একটু পরেই ফোন করেন জাফর।
তিনি আলোকিত নিউজকে বলেন, আমি বিস্তারিত শুনলাম। আসলে সবুজের কাছ থেকে কোন রিকভারি নেই। সঙ্গ দোষে ধরা পড়েছে।
এদিকে শনিবার বিকেলে সবুজকে আদালতে পাঠায় পুলিশ। পরে তাকে কারাগারে নেওয়া হয়।
মামলার বিবরণে বলা হয়, শরিফের প্যান্টের ডান পকেট থেকে ১৯ পিস ইয়াবা ও বাম পকেট থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
তবে সবুজের কাছ থেকে কোন কিছুই পাওয়া যায়নি। তারপরও মামলায় সহায়তা শব্দটি ব্যবহার করা হয়েছে।
হাজতখানায় সবুজ আলোকিত নিউজকে বলেন, তিনি মোবাইল চার্জ দিতে ক্লাসমেট শরিফের ঘরে গিয়েছিলেন। ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধারের বিষয়টি মিথ্যা।
তিনি বলেন, শরিফ আগে নেশা করতেন। এখন এসবে দেখা যাচ্ছে না। সোর্স মাজহারের উপস্থিতিতে পুলিশ তাদেরকে আটক করে। মাজহারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সবুজ আরও বলেন, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ভূমিদস্যুতা নিয়ে আলোকিত নিউজে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর তাকে বিপদে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে।