জাতির ‘দুর্দিনে’ দেশের বুদ্ধিজীবী, চিন্তাশীল ও গণতন্ত্রে বিশ্বাসীদের এক কাতারে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘দেশে এই মুহূর্তে মৌলিক অধিকার হরণ, মানবাধিকার লুণ্ঠিত। এ অবস্থায় চুপ করে ঘরে বসে না থেকে আসুন অধিকার আদায়ের লড়াইয়ে ঐক্যবদ্ধ আন্দোলনে শরিক হই।’
রোববার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
