নাইজারে বোকো হারামের হামলায় নিহত ৮

Slider সারাবিশ্ব

নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফ্রান্সের একটি খনন ক্যাম্পে বৃহস্পতিবার সন্দেহভাজন বোকো হারাম বন্দুকধারীদের হামলায় তাদের স্থানীয় সাত কর্মচারী ও সরকারি এক কর্মকর্তা নিহত হয়েছে। এ সময় তারা ওই ক্যাম্পে ঘুমাচ্ছিলেন।

খবর এএফপি’র।
লেক শাদ অববাহিকার কাছের দিফা অঞ্চলে এ হামলা চালানো হয়। চারটি দেশের সীমানা এখানে মিলিত হওয়ায় কৌশলগত দিক থেকে এলাকাটি খুবই গুরুত্বপূর্ণ।

নাইজেরিয়া সীমান্তবর্তী গ্রাম তুমুরে একটি খনন স্থলে তাদেরকে গুলি করে হত্যা করা হয়। তারা সকলেই নাইজেরিয়ার নাগরিক। স্থানীয় একটি শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া লোকজনের জন্য তারা সেখানে দু’টি গভীর নলকূপ বসানোর কাজ করছিল।

খবরে বলা হয়, তাদের সাতজন খনি খনন ও পানির বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করা ফরাসি কোম্পানি ফোরাকোর কর্মচারী। নিহত অষ্টম জন নাইজারের পানি বিষয়ক মন্ত্রণালয়ের একজন সরকারি কর্মকর্তা।

এ হামলার ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে দিফায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *