রাতুল মন্ডল শ্রীপুরঃ গাজীপুরের শ্রীপুরে ইলেক্ট্রো পাওয়ার কোম্পানিতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের এ ঘটনা ঘটেছে।
কারখানার নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত ম্যাক্স ৪ সিকিউরিটি সার্ভিসের কর্মকর্তা মো.সাইফুল ইসলাম জানান, রাতে আড়াইটার দিকে আমার কক্ষে আট থেকে দশ লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাকে জিম্মি করে কারখানার দেয়ালের পাশে বেঁধে রাখে। তার সাথে আমাদের আরো দুজন নিরাপত্তা কর্মীদের বেঁধে রেখে কারখানার বিভিন্ন মালামাল লুট করে।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা বিজয় বরুয়া জানায়, রাত আড়াইটার দিকে কারখানার নিরাপত্তা কর্মীদের চোখ মুখ ও হাত পা বেধে কারখানার প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। এর মধ্যে কভার স্ট্রিপ, তারের কয়েলসহ ট্রান্সফরমার তৈরির সামগ্রী নিয়ে গেছে। এর সাথে সিসিটিভি ফুটেজ নষ্ট করে হার্ডডিস্ক নিয়ে গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গাজীপুর জেলা
পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.শাহিদুল ইসলাম, শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম ও পরিদর্শক (তদন্ত) শেখ সাদী।
ওসি জাহেদুল ইসলাম জানান, কারখানার নিরাপত্তা কর্মীদের অদক্ষতার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো জানান, কারখানা কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দায়ের করলে মামলা নেয়া হবে।