মোঃ জাহিদুল ইসলাম ডিমলা(নীলফামারী)প্রতিনিধি নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসনের সিসি ক্যামেরা, ডিজিটাল সিটিজেন চার্টার, ডিজিটাল হাজিরার উদ্বোধন, জন্ম নিবন্ধন করন ও বাল্যবিবাহ বন্ধে কর্মকৌশল নির্ধারন বিষয়ক কর্মশালা ও আন্তজার্তিক শিশু অধিকার দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ডিমলা উপজেলা প্রশাসনে সিসি ক্যামেরা, ডিজিটাল সিটিজেন চার্টার, ডিজিটাল হাজিরার উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিন। উদ্বোধন শেষে ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে জন্ম নিবন্ধন করন ও বালবিবাহ বন্ধে কর্মকৌশল নির্ধারন বিষয়ক কর্মশালায় ও আন্তজার্তিক শিশু অধিকার দিবস উপলক্ষে আরডিআরএস বাংলাদেশ বাল্য বিবাহ বন্ধে কিশোর কিশোরীদের ক্ষামতায়ন প্রকল্পের র্যালীতে অংশ গ্রহন শেষে উপজেলা পরিষদ হলরুমে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার নীলফামারীর উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকার, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ প্রমুখ। এ সময় উপজেলার ১০ ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, বিবাহ রেজিষ্টার ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন ।