অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি তারকা ইয়ান চ্যাপেল মনে করেন, ভারতের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি টেস্ট অধিনায়ক হিসেবে তার সু-সময় পেরিয়ে এসেছেন। ফলে বিরাট কোহলিকে দীর্ঘ সংস্করণের ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচন করার এটাই যথোপযুক্ত সময় বলে তিনি মনে করেন।
ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টের উভয় ইনিংসে জোড়া সেঞ্চুরি করে দলকে জয়ের বন্দরের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন। তবে শেষ দিকের হতাশাজনক ব্যাটিংয়ের কারণে দল ৪৮ রানে হেরে যায়।
শনিবার চ্যাপেল ভ্রাতাদের ছোটজন বলেন, “গত সাড়ে তিন বছর ধরে কোহলির পারফরমেন্স নিয়ে যদি ভারতের নির্বাচকরা ভেবে দেখেন তাহলে তারা বুঝতে পারবেন তাকে স্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়ার এটাই পারফেক্ট সময়। কোনো সন্দেহ নেই যে, ধোনি টেস্ট অধিনায়ক হিসেবে তার সেরা সময় পেরিয়ে এসেছে। ফলে নেতৃত্বে এখনই পরিবর্তন আনা উচিত।”
তিনি আরো বলেন, “কোহলি ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক। তবে আমি মনে করি সে পূর্ণকালীন অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখে। তার ধৈরর্যঅ, স্কিল, সাহসিকতা- এসব গুণের কারণেই তাকে অধিনায়ক হিসেবে বেছে নেয়া উচিত।”