গাজীপুর:গাজীপুর-১ আসনে আওয়ামীলীগের আভ্যন্তরীন কোন্দলের মাঝে নিরাপদ প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুল আহসান সরকার রাসেল।
অনুসন্ধানে জানা যায়, আওয়ামীলীগের ৯জন সহ মহাজোটের ১২ জন প্রার্থী রয়েছেন। ইতিমধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে বেশ কয়েক প্রার্থীর কোন্দল এখন প্রকাশ্যে। মহাজোটের দুই গ্রুপের মাঝে রাসেল সরকার নেই। ফলে গাজীপুর-১ আসনে নৌকা প্রতীক পাওয়ার লড়াইয়ে রাসেল নিরাপদ পথে হাঁটছেন। আর প্রতিহিংসার গেঁড়াকলে না থাকায় রাসেল সমর্থকেরাও নিরাপদে কাজ চালিয়ে যাচ্ছেন।
একটি গোপন সূত্র জানায়, বিগত সময়ের থেকে এবার মন্ত্রীর বিপরীত গ্রুপ অনেক শক্তিশালী। এবার তারা প্রকাশ্যে অবস্থান নিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রীর বিরুদ্ধে। এই দ্বন্ধের জের ধরে একটি হত্যাকন্ডও সংঘটিত হয়েছে আগে। ফলে আওয়ামীলীগ বা মহাজোটের কর্মীরা দুই গ্রুপে থাকতে নিরাপদবোধ করছেন না।
অনেকে বলছেন, আমরা ঝামেলায় নেই। রাসেল আমাদের জন্য নিরাপদ। রাসেল নৌকা পেলে বিজয় নিশ্চিত।