ভারতের ষড়যন্ত্রের কারণে আজমল-হাফিজ নিষিদ্ধ!

খেলা

image_110232_0পাকিস্তান ক্রিকেট বোর্ড’র (পিসিবি) সাবেক চেয়ারম্যান জাকা আশরাফ জানিয়েছেন, ভারতের ষড়যন্ত্রের কারণেই দেশটির দুই অফ-স্পিনার সাঈদ আজমল ও মোহাম্মদ হাফিজ সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হয়েছেন। এই সময় তিনি ভারতের চেন্নাইয়ে এই দুই বোলারকে বায়ো-ক্যামিকেল পরীক্ষার জন্য না পাঠাতে পিসিবিকে পরামর্শ দেন।

শনিবার ‘দ্য ডন’ কে জাকা আশরাফ বলেন, “পরীক্ষার জন্য তাদেরকে (আজমল ও হাফিজ) চেন্নাইয়ে পাঠানোর কোনো মানে হয় না। কারণ আমি মনে করি, ভারতের ষড়যন্ত্রের কারণেই সাঈদ ও হাফিজকে আইসিসি অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত করেছে।

পিসিবির সাবেক চেয়ারম্যান আরো বলেন, “আমার বিশ্বাস, আসন্ন বিশ্বকাপে আজমল ও হাফিজকে দলের বাইরে রাখতেই ভারত প্রভাব খাটিয়ে এটি করেছে। বায়ো-ক্যামিকেল পরীক্ষার জন্য আমি বরং চেন্নাই না পাঠিয়ে তাদেরকে অস্ট্রেলিয়ায় পাঠাতাম।”

২০১১ থেকে ২০১৩ সাল পর্যচন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকাকালীন বিভিন্ন বিতর্কে জড়ানো এই সাবেক চেয়ারম্যান এ সময় পিসিবির সমালোচনাও করেন।

তিনি বলেন, “আজমল অথবা হাফিজের মধ্য হতে কাউকে ভারতে পাঠানো মানে হচ্ছে কাউকে ক্ষুধার্ত বাঘের খাঁচার মধ্যে পাঠানো এবং বিশ্বাস করা যে, সে কোনো ক্ষতি ছাড়াই সেই খাঁচা থেকে বের হয়ে আসবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *