ঢাকা: ভারতের তামিলনাড়ু রাজ্যে শুক্রবার ভোরে ঘূর্ণিঝড় গাজা আঘাতে হানে। এই ঝড়ের তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী এ তথ্য জানিয়েছেন।
তামিলনাড়ুর নাগাপট্টিনম, তিরুভারুর এবং তাঞ্জাভুরে শুক্রবার ভোরে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় গাজা। এসব এলাকা আগেই ফাঁকা করে দেওয়া হয়েছিল। দুর্ঘটনা এড়াতে প্রায় ৭৬ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
এ ঘূর্ণিঝড়ে অর্ধলক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যজুড়ে চরম সতর্কতা জারি করা হয়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া