ঢাকা:রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সংঘর্ষের তিনটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার জামিন আবেদন শুনানী নিয়ে বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ মির্জা আব্বাস দম্পতিকে ৮ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। জামিন নিতে সংশ্লিষ্ট আদালতে হাজির ছিলেন মির্জা আব্বাস ও স্ত্রী আফরোজা আব্বাস। আদালতে আসামী পক্ষের শুনানীতে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মমতাজ ফকীর।
এরআগে বিএনপির কার্যালয়ের সামনে গত বুধবারের সংঘর্ষের ওই ঘটনায় পুলিশের উপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও কাজে বাধা দেওয়ার অভিযোগের তিনটি মামলা করা হয়।