ইন্দোনেশিয়ার পশ্চিম সুলাওয়েসি প্রদেশের মামাসা জেলায় বেশ কয়েকবার ভূমিকম্প ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে সাতজন মারা গেছে।
এছাড়া আট হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়েছে। শনিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
মামাসার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পুনর্বাসন ও পুনর্গঠন ইউনিটের প্রধান পাসাম্বোয়ান পানগ্লোলি বলেন, গত কয়েক দিনে বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এসব ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১ থেকে ৫ দশমিক ৫।
তিনি বলেন, এতে জেলাটির বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। ভূমিধস ও ভুমিকম্পের সময় দ্রুত পালাতে গিয়ে সাতজন মারা যান। এছাড়া ভূমিধসের ফলে অন্তত আটটি বসতবাড়ি মাটির নিচে চাপা পড়েছে। আতঙ্কে অন্তত ৮ হাজার মানুষ ঘর ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরের শেষের দিকে পশ্চিম সুলাওয়েসি প্রদেশ সংলগ্ন মধ্য সুলাওয়েসি প্রদেশে শক্তিশালী সিরিজ ভূমিকম্পে সৃস্টি হয় সুনামির।
ভূমিকম্প ও সুনামিতে অন্তত দুই হাজার মানুষ মারা যায়।