রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাঘ এখন চীনা কুকুর খেয়ে সাবাড় করছে। রাশিয়া ও চীন সীমান্তে অবমুক্ত করা ‘কুজিয়া’ নামের বাঘটি ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে দৃষ্টি কেড়েছে।সম্প্রতি একটি ভিডিও টেপে দেখা গেছে বাঘটি চীনের একটি গৃহপালিত কুকুর ধরে খাচ্ছে। আর খাবার শেষেই তার চম্পট!
স্কাই নিউজ জানায়, “চীন-রাশিয়া বিভক্তকারী সীমান্তে কুজিয়াকে একটি কুকুর খেতে দেখা যায়। সে তার খাবার শেষ করেই আবার রাশিয়ার ভেতরে চম্পট দিয়েছে।”
শুধু কুকুর নয় গত মাসে চীনের ১৫ টি ছাগল গপ-গপ গিলে খাবার অভিযোগ রয়েছে পুতিনের বাঘটির বিরুদ্ধে। এ বছরের শুরুতে রাশিয়ার এম্যুর অঞ্চলে যে তিনটি বাঘ মুক্ত করেন পুতিন তার একটি হল কুজিয়া।