গাজীপুর, ১৫ নভেম্বর, ২০১৮ঃগাজীপুর জেলার রাজেন্দ্রপুরে অবস্থিত ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত আলাদা ধরনের শিক্ষা প্রতিষ্ঠান কচি-কাঁচা একাডেমির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের সাফল্য কামনায় এক দোয়া মাহফিল গতকাল (বৃহস্পতিবার) সকালে বিদ্যালয়ের রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সদস্য সচিব ও ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সিরাজুল হকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কণা রানী দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে শিক্ষকদের পক্ষ থকেে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আফরোজা খানম ও সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আলাউদ্দিন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে সাদমান উদ্দিন রিয়ান ও জান্নাতুল নাঈমা নিলা। পরীক্ষার্থীদের সাফল্য কামনায় মোনাজাত পরিচালনা করনে ধর্মীয় শিক্ষক মাওলানা ইসমাইল।
উল্লখ্যে যে, এবছর কচি-কাঁচা একাডেমি থেকে মোট ৯৩ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
প্রেস বিজ্ঞপ্তি