টাঙ্গাইলের ধনবাড়ীতে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে শফিকুল ইসলাম (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত শফিকুলের বাড়িতে ভাঙচুর করেছে ক্ষুব্ধ এলাকাবাসী।
গত সোমবারের (১২ নভেম্বর) এ ঘটনায় ছাত্রী বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে ধনবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। বুধবার রাতে মামলাটি দায়ের করা হলে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত শফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবারে অভিযুক্ত শফিকুল ইসলামকে কোর্টে চালান দেয়া হয়েছে।
শফিকুল ইসলাম ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের কয়ড়া গ্রামের মৃত আজগর আলী ফকিরের ছেলে। পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শফিকুল ইসলাম। এদিকে ভিকটিম ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী জানায়, রাত ১০টার দিকে ওই স্কুল ছাত্রীকে একা পেয়ে ঝাপটে ও মুখ চেপে ধরে বাড়ির পশ্চিম পাশের জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে শফিকুল দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে আপোষে রফার চেষ্টা চালিয়ে ব্যার্থ হয় শফিকুলের পরিবার।
এদিকে স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টার ঘটনায় শফিকুলের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বৃহস্পতিবার এলাকার শতশত নারী-পুরুষ বিক্ষোভ মিছিল করেছে এবং অভিযুক্ত শফিকুলের বাড়ি-ঘর ভাংচুর করেছে। এ সময় ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমদ ও ওসি মজিবর রহমান দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দিলে গ্রামবাসী শান্ত হয়ে ফিরে যায়।
ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান বলেন, এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে মামলা করেছে। আসামিকে গ্রেফতার করে কোর্টে চালান দেয়া হয়েছে।