ষাঁড়-মোরগ লড়াই বন্ধে হাইকোর্টের নির্দেশ

বাংলার আদালত

high cortসুনামগঞ্জ জেলার ছাতকে অনুষ্ঠিতব্য ষাঁড়, মোরগ ও ছাগল লড়াই আট সপ্তাহের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ ছাড়া কুকুর নিধন বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে এসব লড়াই বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক, সুনামগঞ্জের পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের আগামী তিন সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে অভয়ারণ্য বাংলাদেশ ‍অ্যানিমেল ওয়েলফেয়ার নামের একটি সংগঠন সারা দেশে বিভিন্ন প্রাণীর লড়াইয়ের মাধ্যমে পশুহত্যা এবং কুকুর নিধন বন্ধের নির্দেশনা চেয়ে এ রিটটি দায়ের করেন।

প্রতিবছর ছাতকে বড় ধরনের ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে ষাঁড়ের মালিকরা ট্রাক ও পিকআপ-ভ্যানে করে ষাঁড় নিয়ে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *