বিশ্বরেকর্ড সৃষ্টি করে ১৯ ক্যারেটের দুষ্প্রাপ্য গোলাপি ডায়মন্ডের নিলামে দাম উঠেছে ৫০ মিলিয়ন ডলার (৪৪ মিলিয়ন ইউরো)। সুইজারল্যান্ডের জেনেভায় মঙ্গলবার নিলাম প্রতিষ্ঠানের ক্রিস্টি’সের ডাকে গোলাপি রঙের দুষ্প্রাপ্য ডায়মন্ডের এই দাম ওঠে।
জানা যায়, মার্কিন বিলাসবহুল ব্র্যান্ড হ্যারি উইনস্টন কিনে নিয়েছে ডায়মন্ডটি। তারা এই গোলাপি ডায়মন্ডের নতুন নাম দিয়েছে ‘উইনস্টন পিংক লিগেসি’। এটি বিরল ডায়মন্ডগুলোর একটি বলে মত দিয়েছেন আন্তর্জাতিক জুয়েলারি বিশেষজ্ঞ জিন-মার্ক লুনেল। এর আগে ২০১৩ সালে ৫৯.৬০ ক্যারেটের গোলাপি ডায়মন্ড বিক্রি হয়েছিল ৮৩ মিলিয়ন ডলারে। ক্যারেট প্রতি যার মূল্য ছিল ১.৩৯ মিলিয়ন ডলার।