খেলা দেখতে নারী স্টেডিয়ামে, অতঃপর…

খেলা

BJHA-1418549299সৌদি আরবের নারীদের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা নিষিদ্ধ। এরপরও এক নারী পুরুষ ছদ্মবেশে শুক্রবার জেদ্দার আল জাওহারা স্টেডিয়ামে এক ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন। কিন্তু অবশেষে ধরা খেয়েছেন তিনি।

সৌদি আরবের জনপ্রিয় দুই ক্লাব আল ইত্তিহাদ এবং আল শাবাবের ম্যাচ উপভোগ করার সময় হাতে নাতে ধরা পড়েন পুরুষ ছদ্মবেশী ওই নারী। রোববার আরব নিউজ পত্রিকা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, প্রিয় দলের খেলা দেখার লোভ সামলাতে পারেননি ওই নারী। তাই সোজা দেশটির ফুটবল ওয়েবসাইটে ঢুকে সেদিনের ম্যাচের টিকিট কেনেন তিনি। এরপর শুক্রবার বিকেলে খেলা দেখতে পুরুষ ছদ্মবেশে স্টেডিয়ামে প্রবেশ করেন। নিজের মুখ ঢাকতে মাথায় পরে নেন বড় সাইজের একটি টুপি। এরপর মুগ্ধ হয়ে খেলা দেখতে থাকেন।

কিন্তু বেচারির ভাগ্যটাই বড্ড খারাপ। এতকিছুর পরও নিরাপত্তা কর্মীদের চোখ এড়াতে পারলেন না। ফুটবল ম্যাচ চলাকালে এক নিরাপত্তাকর্মীর নজরে আসে বিষয়টি। অনেকক্ষণ লক্ষ করার পর ওই দর্শক যে একজন নারী, সে বিষয়ে সম্পর্কে নিশ্চিত হন তিনি। সঙ্গে সঙ্গে ওই দর্শককে আটক করে সোজা থানায় পাঠিয়ে দেন। মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে গ্রেফতারকৃত ওই নারীর ছবি।

পত্রিকাটির খবরে আরো বলা হয়, নারীদের স্টেডিয়ামে বসে লাইভ খেলা দেখা থেকে বিরত রাখতে বদ্ধ পরিকর সৌদি সরকার। নিরাপত্তা বাহিনীর কড়া দৃষ্টি এড়িয়ে কোনো নারী দর্শকের পক্ষে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা বেশ কঠিন, এ ঘটনা তারই প্রমাণ।

তবে ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। উল্লেখ, দেশটির নারীরা রাস্তায় গাড়ী চালাতে পারেন না। এ জন্য দীর্ঘদিন যাবৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশটির নারীবাদী সংগঠনগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *