মাসুদ পারভেজ কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত মঙ্গলবার দুপুরে ১০ মোটরবাইক চালককে জরিমানা করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
অফিস সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালত মোটর বাইক চালকদের নিকট ড্রাইভিং লাইসেন্স, হ্যালমেট, গাড়ির রেজিষ্ট্রেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের কাছ থেকে ৫’শ টাকা করে নগদ জরিমানা আদায় করা হয়।