মাসুদ পারভেজ কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: ক্লু-লেস ডাকাতি মামলা ডিটেক্ট করায় কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মোঃ মনিরুজ্জমান খান’কে জেলার পর এবার ঢাকা বিভাগের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসাবে নির্বাচিত করা হয়েছে।
গাজীপুরের নবনিযুক্ত পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম’র সার্বিক দিক নির্দেশনায় কাপাসিয়া থানার ক্লূ-লেস রোড ডাকাতি মামলা নং ৩২ (০৮) ১৮ এর রহস্য উদ্ঘাটন, মালামাল উদ্ধার এবং আসামী গ্রেফতার করায় মামলার আইও কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জামান খানকে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসাবে নির্বাচন করা হয়েছে। এব্যাপারে মনিরুজ্জামানকে আনুষ্ঠানিক ভাবে প্রশংসাপত্র এবং নগদ অর্থে পুরুস্কৃত করেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধূরী আব্দুল্লাহ আল-মামুন পিপিএম।
এর আগে মনিরুজ্জামান খান জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত হওয়ায় গত ৫ নভেম্বর দুপুরে তাকে গাজীপুর পুলিশ লাইনের হল রুমে নবাগত পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম আনুষ্ঠানিক ভাবে নগদ টাকা ও প্রশংসাপত্র প্রদান করেন।