একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এক মাস পেছানোর দাবি নিয়ে আজ বুধবার নির্বাচন কমিশনে (ইসি) যাবে জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল মঙ্গলবার দুপুরে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে ফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।
ফ্রন্টের বৈঠকে নির্বাচনের ইশতেহার তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে এ পর্যন্ত ছয়জনকে যুক্ত করা হয়েছে।
তারা হলেন- বিএনপির পক্ষে ড. মাহফুজ উল্লাহ, গণফোরামের পক্ষে আ ও ম শফিক উল্লাহ, নাগরিক ঐক্যের ডা: জাহেদ উর রহমান, জেএসডির পক্ষে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষে অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী এবং ফ্রন্টের নেতা ডা: জাফরুল্লাহ চৌধুরী। এছাড়া বৈঠকে আগামী শুক্রবার প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সাথে মতবিনিময় করার সিদ্ধান্ত হয়েছে।