জেলের জালে ৩৪ কেজি ওজনের পোয়া মাছ!

Slider গ্রাম বাংলা

সেন্টমার্টিন বঙ্গোপসাগরে জেলের জালে আটকা পড়ল ৩৪ কেজি ওজনের পোয়া মাছ। আজ মঙ্গলবার সকালে টেকনাফ সেন্টমার্টিন বঙ্গোপসাগরে আব্দুল গণি তার নিজস্ব ট্রলার নিয়ে সাগরে মাছ শিকার করতে গেলে তার জালে আটকা পড়ে ৩৪ কেজি ওজনের পোয়া মাছ।

পরে স্থানীয় বাজারে বিক্রি করতে গেলে যার মূল্য দাঁড়ায় ৮ লাখ টাকা।
টেকনাফ সেন্টমার্টিন পশ্চিম পাড়া এলাকার সোলতান আহমদের ছেলে আব্দুল গণির জালে বড় এ পোয়া মাছটি ধরা পড়েছে।
প্রত্যক্ষদর্শী জেলে নজির আহমদ জানান, আব্দুল গণি দীর্ঘদিন ধরে সাগরে মাছ শিকার করে আসছিলেন। তারা সকালে ট্রলার করে মাছ শিকারের জন্য জাল ফেলেন। আজ বিকালে জাল তোলে শেষ পর্যন্ত বড় এ পোয়া মাছটি ধরা পড়েছে। পোয়া মাছটি এক নজর দেখার জন্য বাজারে স্থানীয় লোকজন ও পর্যটকরা ভিড় জমাচ্ছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, সেন্টমার্টিন বঙ্গোপসাগরে ৩৪ কেজি ওজনের বড় পোয়া মাছটি ধরা পড়ার খবরটি শুনেছি। সাধারণত এতো বড় পোয়া মাছ সহজে ধরা পড়ে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *