ফরিদপুর জেলায় পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানে ৩৩ জন আটক হয়েছে। সোমবার থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে পুলিশ, ডিবি পুলিশ জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক অভিযান পরিচালনা করে। এ অভিযানে আটক করা হয় ৩৩ জনকে।
আটককৃতদের কাছ থেকে ২১ পিস ইয়াবা, ৭৫০ গ্রাম গাঁজা ও ৬৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে জিআর মামলায় ১০ জন, সিআর মামলায় ১০ জন, মাদক মামলায় ৯ জন, নিয়মিত মামলায় ৩ জন এবং সাজাপ্রাপ্ত ১ আসামী রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মোট ৯টি মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, মাদক বিরোধী চলমান এ অভিযান অব্যাহত থাকবে।