ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের বিরুদ্ধে একজোট হচ্ছে বিরোধীরা। এই জোট বিজেপির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে।
কর্নাটকে বিজেপি বিরোধী জোটের জয় এই জোটকে আরও উত্সাহিত করছে।
দক্ষিণের রাজ্য কর্নাটকে ৪-১ ব্যবধানে জয় পায় বিরোধীরা। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, কেরালা, পাঞ্জাব, মহারাষ্ট্র এবং যেকোন স্থানে বিরোধীদের মোকাবেলা করতে হবে বিজেপিকে।
বিরোধী জোটে আছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, রাষ্ট্রীয় লোকদল, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা।
এসব দল একসঙ্গে জোট করতে সফল হলে আগামী নির্বাচনগুলোতে বিজেপির জন্য জয় কষ্টকর হয়ে যাবে।