ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল পুনঃনির্ধারিত হয়েছে। নতুন তপসিলে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর ও নির্বাচনে ভোট গ্রহন হবে ৩০ ডিসেম্বর।
আজ সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এই তথ্য দেন।
জাতীয় ঐক্যফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দলের অনুরোধের প্রেক্ষিতে নির্বাচনের তারিখ পরিবর্তন করে ৩০ ডিসেস্বর নির্ধারণ করা হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।
আজ সোমবার ইভিএম প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ইসির এই সিদ্ধান্ত জানান।
তিনি বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পরিবর্তন করে ২৮ নভেস্বর করা হয়েছে। সকালে কমিশনাররা বসে এই সিদ্ধান্ত নেই আমরা। বাকি তারিখগুলো কাল বসে নির্ধারণ করা হবে।’
উল্লেখ্য, ৮ই নভেম্বর জাতির উদ্দেশে দেয়া টেলিভিশন ভাষণে সিইসি ২৩শে ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেছিলেন। এরপর থেকেই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের তফসিল পেছানোর দাবি জানিয়ে আসছিল।