ঢাকা: আইসিটি আইনে দায়ের করা এক মামলায় আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। আজ সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় নওমী নামের এক ব্যক্তির সঙ্গে ‘ফোনালাপ’-এর ঘটনায় করা মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গত ২১শে অক্টোবর কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর গত ৪ঠা আগস্ট কোতোয়ালি থানায় আইসিটি আইনে মামলাটি করেন। আমীর খসরুর বিরুদ্ধে ওই ফোনালাপে আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়। বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়।