নির্বাচন পেছানো হবে কি-না, সিদ্ধান্ত সোমবার

Slider জাতীয়

বিরোধী শিবির থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পেছানোর যে দাবী; সে বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত জানাবে সোমবার। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা খবরটি নিশ্চিত করেছেন।

রোববার সন্ধ্যায় কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে বিকেল সাড়ে ৩টায় ভোট গ্রহণের তারিখ পেছানোর অনুরোধ জানিয়ে সিইসিকে চিঠি দেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী। এর ঘন্টা খানেক পরে নির্বাচন কমিশনের কাছে ভোট এক মাস পেছানোর লিখিত দাবি জানান ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

অপরদিকে রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলাকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অধিকাংশ রাজনৈতিক দল ও জোটের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) ভোটের তারিখ পিছিয়ে দিলে আপত্তি করবে না আওয়ামী লীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *