ঢাকা: নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে আগামী দুই দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে বিএনপি নেতৃত্বাধীন ২৩ দলীয় জোট।
শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩ দলের বৈঠক শেষে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম এ তথ্য জানান।
তিনি বলেন, জোটের প্রধান দল বিএনপি জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে কথা বলে নির্বাচনে যাওয়া না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে আগামী দুই দিনের মধ্যে। রোববারের মধ্যে জোটগতভাবে নির্বাচনে যাওয়ার বিষয়টি ইসিকে জানানোর সময়সীমার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা রোববার চিঠি দেবো। চিঠির ভাষা হবে এমন, যদি আমরা নির্বাচনে যাই, তাহলে নিবন্ধিত দলগুলোর প্রতীক হবে নিজ দলের। আর অনিবন্ধিত দলগুলোর প্রতীক হবে বিএনপির প্রতীক ধানের শীষ। বৈঠকে জোট নেতারা অংশ নেন। এর আগে বিএনপির স্থায়ী কমিটির নেতারা বৈঠক করেন।
২৩ দলের বৈঠক শেষে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বৈঠকে বসেন।