বুদ্ধিজীবী হত্যায় জড়িত ও যুদ্ধাপরাধীদের বিচার ও রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে ন্যাপ ভাসানী ও জাতীয় গণতান্ত্রিক লীগ।
রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ন্যাপ ভাসানী জাতীয় গণতান্ত্রিক লীগের যৌথভাবে আয়োজিত বুদ্ধিজীবী দিবস পালন-২০১৪ উপলক্ষে এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার ৪৩ বছর পর রাজাকারদের বিচার শুরু হয়েছে তা খুব দ্রুত কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। পাশাপাশি বুদ্ধিজীবীদের যারা হত্যা করেছিল, তারাই দেশে অপরাজনীতির ধারক-বাহক। তাদের দোসররা এখনও দেশে সক্রিয় রয়েছে। সবাই মিলে তাদের প্রতিহত করতে হবে।
মানববন্ধনে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানীর সভাপতিত্বে বক্তব্য দেন- জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভূইয়া, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ প্রমুখ।