সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে তথ্য-প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন অভিনেত্রী তারানা হালিম। যদিও এর আগে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনে লড়তে মনোনয়নপত্র কিনেছেন এই অভিনেত্রী।
এবার টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসন থেকে নির্বাচনে লড়তে মনোনয়নপত্র কিনেছেন তারানা।
শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার আর সিলেকশনে নয়, ভোটারদের রায়েই নির্বাচিত হয়ে সংসদে যেতে চান এই অভিনেত্রী।