‘যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হলে জাতি কলঙ্কমুক্ত হবে’ : রাশেদ খান মেনন

জাতীয়

image_162891.menon-1যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হলে জাতি কলঙ্কমুক্ত হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। আজ রবিবার মিরপুরের বুদ্ধিজীবী করবস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের যারা হত্যা করেছিল, তারাই দেশে অপরাজনীতির ধারক-বাহক। তাদের দোসররা এখনও দেশে সক্রিয় রয়েছে। এসব দোসরদের সবাই মিলে প্রতিহত করতে হবে।
মেনন বলেন, যুদ্ধাপরাধীদের বিচার কাজ দ্রুতগতিতে চলছে। এটা একটা চলমান প্রক্রিয়া। ইতোমধ্যে কয়েকটি মামলার রায় হয়েছে।একটির রায় কার্যকরও করা হয়েছে। অন্য মামলাগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *