ইতালির রাজধানী রোমের ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা করেছে বৃহত্তর ঢাকা জাতীয়তাবাদী সমর্থকবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ইউরোপব্যাপী আন্দোলন চালিয়ে যেতে হবে।
রোমের বাংলাদেশি অধ্যুষিত এলাকা তরপিনাত্তারার সুন্দরবন রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইতালি বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান সালাম।
বিএনপি নেতা আমির হোসেন মোল্লা ও জুয়েল আহমেদ জুয়েল এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির উপদেষ্টা নুরুজ্জামান লাকী, প্রধান আলোচক নির্বাহী সদস্য মো. সেলিম।
এ সময় বক্তব্য দেন ইতালি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন, যুবদল ইতালি শাখার সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক সিরাজ পঞ্চায়েত, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন রাহুল, খান রবিন, জায়েদুল হক মুকুল, নীরব খান, সোহাগ খানসহ আরও অনেকে।
সভায় বক্তারা নির্বাচনের আগে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।