একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্যপ্রার্থীদের মাঝে মনোয়নপত্র বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার সকালে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম বিক্রির মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।
গোপালগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলীয় সভানেত্রী শেখ হাসিনার পক্ষে ফরম সংগ্রহ করেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এরপর থেকেই দলে দলে মিছিল নিয়ে ফরম সংগ্রহ করতে আসতে থাকেন মনোনয়ন প্রত্যাশীরা। ব্যানার-ফেস্টুনসহ নানা বাদ্যযন্ত্রও রয়েছে তাদের বহরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উৎসব মুখর হয়ে উঠে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর (সোমবার)। এছাড়া মনোনয়ন বাছাইয়ের শেষ তারিখ ২২ নভেম্বর (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর (বৃহস্পতিবার)।