হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও রুপান্তর এর সহযোগীতায় জেলা শিশু কল্যান বোর্ডের আয়োজনে ৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে লালমনিরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শিশু কল্যান বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, জেলার প্রত্যেক থানায় শিশু সংক্রান্ত বিষয় দেখার জন্য থাকবে এক জন কর্মকর্তা।
তিনি আরও বলেন ঝুঁকিপূর্ণ শ্রমের সাথে নিয়োজিত শিশুদের কল্যানের জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে, শিশুরা পাবে তাদের ন্যার্য অধিকার। তিনি আবারো শিশু বাহকদের নির্দেশনা দেন দ্রুত পৌরসভার শিশু শ্রমিকদের পরিসংখ্যান দেওয়ার জন্য।
শিশু কল্যানের জন্য বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা উপ-পরিচালক মোশারফ হোসেন, পুলিশ প্রতিনিধি মাহমুদুন নবী, জেল সুপার, রুপান্তর কর্মকর্তা সুবল ঘোষ, শিশু প্রতিনিধি তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল প্রমুখ।
এতে সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জন প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।