এইডস আক্রান্ত এক থাই সেনার বিরুদ্ধে প্রায় ৭৫ জন কিশোরকে ধর্ষণের অভিযোগ উঠল। এই কিশোরদের মধ্যে বেশিরভাগের বয়স ১৩-১৮ বছরের মধ্যে।
থাইল্যান্ডের খোনকেন প্রদেশের চল্লিশোর্দ্ধ সেই সেনা সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়া প্রোপাইল খুলে ‘সমকামী ডেটিং’ অ্যাপে ওই কিশোরদের আমন্ত্রণ জানায় বলে জানা যায়।
ওই অভিযুক্তের সম্পর্কে থাইল্যান্ডের টেকনোলজি ক্রাইম টাস্ক ফোর্সের ডেপুটি হেড হকপার্ন জানান, সোশ্যাল মিডিয়াতেই অভিযুক্ত ওই কিশোরসঙ্গে ঘনিষ্ঠতা বাড়াত, আর তার কথার ফাঁদে তারা নিজেদের এমন ছবি পাঠাত, যা ওই সেনার কাছে ব্ল্যাকমেলের প্রধান অস্ত্র হয়ে উঠত।
কিশোররা তার সঙ্গে দেখা করতে গেলে ডেটিং অ্যাপে থাকা ব্যক্তির সঙ্গে ওই সেনার মুখের কোন মিল না থাকার অভিযোগও তারা করে। কিন্তু ওই থাই সেনা সেই সব ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তাদের ধর্ষণ করত বলে জানা যায়।
অভিযোগের ভিত্তিতে ওই সেনাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান হাকপার্ন। তিনি আরও জানান, প্রায় ৭৫ জনকে ধর্ষণ করার প্রমাণও পাওয়া গেছে।