নোয়াখালীর মাইজদীতে ছিনতাইয়ের অভিযোগে যুবককে গণপিটুনি

Slider গ্রাম বাংলা

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে গণপিটুনি দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল পোনে ১১টায়।

গণপিটুনির পর টাকার মালিক মাইজদী বাজার অনন্তপুরের মাটির সর্দার লেদুর নেতৃত্বে বিক্ষুব্ধ লোকজন অর্ধমৃত অবস্থায় ওই যুবককে পুরাতন বাসস্ট্যান্ট পেট্টোল পাম্প এর পাশে বিদুৎ এর পিলারের সাথে বেঁধে রাখে।

ওই যুবকের পরিচয় জানা যায়নি। শত শত উৎসুক জনতা ঘটনাটি দেখার জন্য ভিড় জমায়।

এ ব্যাপারে জানতে চাইলে অনন্তপুরের মাটি সর্দার লেদু ও তার ভাই জানান, মাইজদী বাজার থেকে অটোরিকশা করে শহরে আসার পথে তার পকেটে থাকা ১৯ হাজার ৫০০ টাকা ওই যুবক ছিনতাই করে পালিয়ে আসে। পরে তাকে মাইজদী মোহম্মদীয়া হোটেলের পাশে আটক করে গনপিটুনি দেওয়া হয়।

সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হবে।

এ ব্যাপারে নোয়াখালী পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, আমি বিষয়টি দেখছি।

মানবাধিকার কর্মী জেলা জজ কোর্টের আইনজীবী কল্পনা রানী দাস জানান, কেউ অপরাধ করলে তাকে থানা পুলিশে দেওয়া উচিত। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ মানবাধিকার লঙ্ঘন করতে পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *