মুখ ও হাতের অবাঞ্ছিত লোমের যন্ত্রণায় পড়ে থাকেন অনেকেই। এই লোমগুলোর কারণে ত্বকে একধরণের কালচে ভাব থাকে। অনেকেই পার্লারে গিয়ে ওয়াক্সিং করে এই লোম তুলে থাকেন। কিন্তু পার্লারের এই লোম তোলার ব্যাপারটি বেশ কষ্টদায়ক। কেমন হয় যদি ঘরে খুব সহজেই এই মুখ ও হাতের লোম থেকে মুক্তি পাওয়া যায়। এবং সেই সাথে ত্বকের উজ্জ্বলতা আরও বৃদ্ধি করে নেয়া যায়? খুব সহজেই ঘরের কিছু টুকিটাকিতে প্রাকৃতিক উপায়ে আপনি পেতে পারেন উজ্জ্বল, মসৃণ ত্বক এবং মুক্তি পেতে পারেন অবাঞ্ছিত লোম থেকে। চলুন তবে দেখে নেয়া যাক পদ্ধতিটি।
যা যা লাগবেঃ
– ১ টেবিল চামচ দুধের সর
– ২ টেবিল চামচ বেসন
– ২ চিমচি হলুদগুঁড়ো
– ৩ টেবিল চামচ গোলাপজল
পদ্ধতিঃ
– একটি বাটিতে সবকটি উপকরণ একসাথে মিশিয়ে মসৃণ ঘন পেস্টের মতো তৈরি করে নিন।
– এরপর এই পেস্টটি হাতে ও মুখের ত্বকে ভালো করে লাগিয়ে নিন।
– ২ মিনিট রাখুন। কিছুটা শুকিয়ে এলে গোল গোল করে ঘুরিয়ে ত্বকে ম্যাসাজ করতে থাকুন মিশ্রণটি।
– ম্যাসাজ করতে করতে ১০-১২ মিনিট পর মিশ্রণটি আপনাআপনি উঠে চলে আসবে।
– একই ভাবে ঘুরিয়ে ত্বক ম্যাসাজের মাধ্যমে হাত ও মুখের ত্বক থেকে মাস্কটি তুলে নিন।
– ত্বক থেকে মাস্কটি তুলে নিয়ে ২ ঘণ্টা পর মুখ পানি দিয়ে ধুয়ে নিন।
– ভালো ফলাফলের জন্য ২৪ ঘণ্টা কোনো ধরণের সাবান বা কসমেটিকস ব্যবহার করবেন না।
বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখে নিন।