নড়াইলে দিনে-দুপুরে ব্রাক অফিসের ৪ লক্ষ টাকা ছিনতাই: উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: মঙ্গলবার (৬ নভেম্বর) নড়াইলের নড়াগাতিতে দিনে-দুপুরে ব্রাক অফিসের লোন আদায়ের ৪ লক্ষাধিক টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া-মাথাভাঙ্গা সড়কের লোহারগাতি নামক স্থানে এ ঘটনা ঘটে। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান,নড়াইলের কলাবাড়িয়া বাজার ব্রাক অফিসের ম্যানেজার শেখ রেজাউল ইসলাম জানান, তিনি ও ব্রাক অফিসের মাঠ কর্মী মো.শরিফুল ইসলাম নড়াইলের নড়াগাতি থানার বড়নাল মাথাভাঙ্গা এলাকায় লোনের অর্থ সংগ্রহ করে মোটরসাইকেল যোগে কলবাড়িয়া ব্রাক শাখায় ফিরছিলেন। পথিমধ্যে কলাবাড়িয়া-মাথাভাঙ্গা সড়কের লোহারগাতি নামক স্থানে পৌছালে ৩জন দুবৃত্ত দেশীয় অস্ত্রসহ ৪/৫জন তাদের মোটরসাইকেলের গতিরোধ ও মারধর করে লোনের আদায়কৃত ৪ লক্ষাধিক টাকা ও তাদের ব্যবহৃত ২টি মোবাইল সেট নিয়ে যায়। বিষয়টি স্থানীয় বড়নাল পুলিশ ফাঁড়ির টুআইসি এ.এস.আই আলমগীর হোসেনকে প্রাথমিকভাবে অবহিত করলে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এ প্রসঙ্গে নড়াইলের নড়াগাতি থানার ওসি মো. আলমগীর কবির বিকেলে আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, ‘ব্রাকের দু’কর্মকর্তা অভিযোগ নিয়ে থানায় এসেছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
নড়াইলে চাঞ্চল্যকর গৃহবধু আঙ্গুরী হত্যার রহস্য উদঘাটনে পুলিশ পড়েছে, বিপাকে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: মঙ্গলবার (৬ নভেম্বর) গৃহবধু আঙ্গুরী হত্যার রহস্য উদঘাটনে পুলিশ বিপাকে পুত্রবধুকে রক্ষা করতে নিজ বাড়িতে দিন দুপুরে রহস্যজনক ভাবে চাঞ্চল্যকর গৃহবধু আঙ্গুরী বেগম (৫৫) হত্যার রহস্য গত ৮দিনেও উদঘাটন করতে পারেনি পুলিশ। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, ওই সময়ের মধ্যে পুলিশ হত্যাকান্ডের সঙ্গে জড়িত কোন খুনিকে আটক করতে পারেনি। ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধারকৃত নিহতের পুত্রবধু তানজিলা বেগম পুলিশ ও আদালতে দেয়া জবানবন্দি মোতাবেক খুনিদের শনাক্ত করা যায়নি বলে পুলিশের সুত্র থেকে জানা যায়। গৃহবধু আঙ্গুরী হত্যার রহস্য উদঘাটনে পুলিশ যেমন বিপাকে পড়েছে, তেমন স্থানীয় বাসিন্দারের মধ্যেও দেখা দিয়েছে হতাশা এবং ভীতি। ৮দিন অতিবাহিত হলেও আঙ্গুরী হত্যার আসল রহস্য অন্ধকারেই রয়ে গেছে। নড়াইলের কালিয়া থানার ওসি তদন্ত মো.ইকরাম হোসেন, আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, ‘রোববার তানজিলা বেগম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পুলিশ এবং আদালতের নিকট দেয়া জবানবন্দি মিলিয়ে দেখার পর হত্যাকান্ডের রহস্য উম্মোচন করতে পুলিশ নতুন তৎপরতা শুরু করবে। পুলিশের তালিকায় কয়েকজন সন্দেহভাজনের নাম থাকলেও তারা পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি। প্রসঙ্গত,৩০ আক্টোবর সকাল ৯ টার দিকে সবুর খান তার স্ত্রী আঙ্গুরী বেগমের রক্তাক্ত লাশ ঘরের মেঝেতে এবং পুত্রবধু তানজিলাকে বারান্দায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। পুত্রবধুকে রক্ষা করতে শ্বশুড়ী আঙ্গুরী বেগম এগিয়ে এলে তাকে হত্যা করা হয়। এরপর তানজিলাকে হাত-পা বেঁধে ফেললে সে জ্ঞান হারিয়ে ফেলে। স্ত্রী হত্যার ঘটনায় স্বামী সবুর খান বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী করে ঘটনারদিন রাতেই কালিয়া থানায় মামলা দায়ের করেন।
নড়াইলে নাশকতা মামলায় উপজেলা ভাইস-চেয়ারম্যান ও মহিলাদলের সভানেত্রী সালেহা বেগমকে গ্রেপ্তার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: মঙ্গলবার (৬ নভেম্বর) নাশকতা মামলায় নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা মহিলাদলের সভানেত্রী সালেহা বেগমকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। নড়াইলের লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, ‘গত ৩ নভেম্বর সন্ধ্যায় নড়াইলের জয়পুর জেসিডি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বিএনপি নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয় এবং কয়েকজন পালিয়ে যায়। এ মামলায় বিএনপিনেত্রী সালেহাকে গ্রেফতার করা হয়েছে। সালেহা জেলা বি এনপির সহ-সাংগাঠনিক সম্পাদকও।’### ছবি সংযুক্ত
নড়াইলে বিশেষ অভিযানে ৪ টি ককটেল বোমাসহ গ্রেফতার-৩১
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: আজ-(৬,নভেম্বর) ২৭৪: নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে চার জন বিএনপির নেতাসহ ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, সোমবার রাত থেকে (৬,নভেম্বর) সকাল ৯ টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট গ্রেফতার ৩১ জন। সদরে ৯ জন, লোহাগড়া ৯ জন, কালিয়া ৬ জন, নড়াগাতি ৭ জন। উদ্ধার মোট ৪ টি ককটেল বোমা (সদরে)। আটককৃতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় মামলা ও অভিযোগ রয়েছে। এসপি মোহাম্মাদ জসিম উদ্দিন (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে, আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট গ্রেফতার ৩১ জন। সদরে ৯ জন, লোহাগড়া ৯ জন, কালিয়া ৬ জন, নড়াগাতি ৭ জন। উদ্ধার মোট ৪ টি ককটেল বোমা (সদরে)।
নড়াইলে ভিষাল মতুয়া মহাসমাবেশ, শতাধিক মতুয়া দল ঢাক ঢোল, কাশি, বাঁশি বাঁজিয়ে মাতোয়ারা
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: আজ-(৬,নভেম্বর) ২৭৪: নড়াইলের মহাজনে মতুয়া মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী হারিবাশর গুরুচাদ মন্দির কমিটির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাজার সংলগ্ন মাঠে আয়োজিত সমাবেশের উদ্বোধন করেন জয়পুর ধামের তারক গোষাই পরিক্ষিত গোঁসাই। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, সমাবেশে মহাজন ঘষিয়াবাড়ি হরিবাশর মন্দিরের সভাপতি শঙ্কর কুমার সাহার সভাপতিত্বে বক্তৃতা করেন প্রধান অতিথি জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মলয় কুমার নন্দী, প্রধান বক্তা জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কমলাখি বিশ্বাস, বিশেষ অতিথি হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কালিয়া শাখার সভাপতি শিল্পপতি বিশ্বজিৎ সাহা, কালিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার ঘোষ, কালিয়া কেন্দ্রীয় হরিবাশর মন্দিরের সভাপতি সমীর কুমার সাহা, কালিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বিমল রায়, সাধারণ সম্পাদক শঙ্খ ঘোষ, বাংলাদেশ মতুয়া মহাসংঘ নড়াগাতী থানা শাখার সভাপতি গোপাল চন্দ্র রায় প্রমুখ। মতুয়া সমাবেশে, নড়াইল সদর, কালিয়া, লোহাগড়া ও নড়াগাতীসহ পার্শ্ববর্তী এলাকার শতাধিক মতুয়া দল ঢাক ঢোল, কাশি, বাঁশি বাঁজিয়ে নেচে-গেয়ে আনন্দ উৎসবে মাতোয়ারা হয়ে ওঠেন মতুয়ারা। মতুয়া সমাবেশের অন্যতম আকর্ষণ রয়েছে নন্দিত কন্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাসের মনোঙ্গ সঙ্গীতানুষ্ঠান।
নড়াইলে চাঞ্চল্যকর গৃহবধু আঙ্গুরী হত্যার রহস্য উদঘাটনে পুলিশ পড়েছে, বিপাকে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: মঙ্গলবার (৬ নভেম্বর) গৃহবধু আঙ্গুরী হত্যার রহস্য উদঘাটনে পুলিশ বিপাকে পুত্রবধুকে রক্ষা করতে নিজ বাড়িতে দিন দুপুরে রহস্যজনক ভাবে চাঞ্চল্যকর গৃহবধু আঙ্গুরী বেগম (৫৫) হত্যার রহস্য গত ৮দিনেও উদঘাটন করতে পারেনি পুলিশ। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, ওই সময়ের মধ্যে পুলিশ হত্যাকান্ডের সঙ্গে জড়িত কোন খুনিকে আটক করতে পারেনি। ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধারকৃত নিহতের পুত্রবধু তানজিলা বেগম পুলিশ ও আদালতে দেয়া জবানবন্দি মোতাবেক খুনিদের শনাক্ত করা যায়নি বলে পুলিশের সুত্র থেকে জানা যায়। গৃহবধু আঙ্গুরী হত্যার রহস্য উদঘাটনে পুলিশ যেমন বিপাকে পড়েছে, তেমন স্থানীয় বাসিন্দারের মধ্যেও দেখা দিয়েছে হতাশা এবং ভীতি। ৮দিন অতিবাহিত হলেও আঙ্গুরী হত্যার আসল রহস্য অন্ধকারেই রয়ে গেছে।
নড়াইলের কালিয়া থানার ওসি তদন্ত মো.ইকরাম হোসেন, আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, ‘রোববার তানজিলা বেগম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পুলিশ এবং আদালতের নিকট দেয়া জবানবন্দি মিলিয়ে দেখার পর হত্যাকান্ডের রহস্য উম্মোচন করতে পুলিশ নতুন তৎপরতা শুরু করবে। পুলিশের তালিকায় কয়েকজন সন্দেহভাজনের নাম থাকলেও তারা পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি।’
প্রসঙ্গত,৩০ আক্টোবর সকাল ৯ টার দিকে সবুর খান তার স্ত্রী আঙ্গুরী বেগমের রক্তাক্ত লাশ ঘরের মেঝেতে এবং পুত্রবধু তানজিলাকে বারান্দায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। পুত্রবধুকে রক্ষা করতে শ্বশুড়ী আঙ্গুরী বেগম এগিয়ে এলে তাকে হত্যা করা হয়। এরপর তানজিলাকে হাত-পা বেঁধে ফেললে সে জ্ঞান হারিয়ে ফেলে। স্ত্রী হত্যার ঘটনায় স্বামী সবুর খান বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী করে ঘটনারদিন রাতেই কালিয়া থানায় মামলা দায়ের করেন।
নড়াইলে নাশকতা মামলায় উপজেলা ভাইস-চেয়ারম্যান ও মহিলাদলের সভানেত্রী সালেহা বেগমকে গ্রেপ্তার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: মঙ্গলবার (৬ নভেম্বর) নাশকতা মামলায় নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা মহিলাদলের সভানেত্রী সালেহা বেগমকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। নড়াইলের লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, ‘গত ৩ নভেম্বর সন্ধ্যায় নড়াইলের জয়পুর জেসিডি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বিএনপি নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয় এবং কয়েকজন পালিয়ে যায়। এ মামলায় বিএনপিনেত্রী সালেহাকে গ্রেফতার করা হয়েছে। সালেহা জেলা বি এনপির সহ-সাংগাঠনিক সম্পাদকও।’### ছবি সংযুক্ত
নড়াইলে মালিক বিহীন প্রাইভেট কার ২দিন ধরে পড়ে আছে!
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: আজ-মঙ্গলবার (৬,নভেম্বর) ২৭৪: নড়াইলের এই গাড়িটি গতকাল (৫ নভেম্বর) ভোর থেকে নড়াইলে মাশরাফির বাড়ি পূর্বপাশে পড়ে আছে। কেউ বলতে পারছে গাড়িটি কার? পাশের বাসা সমূহে খোজখবর নিয়েও কোন হদিস মেলেনি এ গাড়ি মালিক কে? মঙ্গলবার (৬,নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মাশরাফি বিন মর্তুজার গর্বিত পিতা গোলাম মর্তুজা স্বপন এসব তথ্য জানান এবং বিষয়টি সোস্যাল মিডিয়ায় প্রকাশের অনুরোধ করেন। গাড়িটির একটি স্টীল ছবি আপ করা হলো, কে বা কাহারা এ গাড়িটি মাশরাফির বাসার সামনে রেখে গেলেন, অথচ ৫০ঘন্টার ভেতর কেও খোজ নিলেন না, বিষয়টি সন্দেহজনক, বিষয়টি দ্রুত দেখার জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি। (অনুরোধক্রমে গোলাম মর্তুজা স্বপন- ০১৭১৮২০৬৫২৪) # ছবি সংযুক্ত
নড়াইলে বিশেষ অভিযানে ৪ টি ককটেল বোমাসহ গ্রেফতার-৩১
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: আজ-(৬,নভেম্বর) ২৭৪: নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে চার জন বিএনপির নেতাসহ ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, সোমবার রাত থেকে (৬,নভেম্বর) সকাল ৯ টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট গ্রেফতার ৩১ জন। সদরে ৯ জন, লোহাগড়া ৯ জন, কালিয়া ৬ জন, নড়াগাতি ৭ জন। উদ্ধার মোট ৪ টি ককটেল বোমা (সদরে)। আটককৃতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় মামলা ও অভিযোগ রয়েছে। এসপি মোহাম্মাদ জসিম উদ্দিন (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে, আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট গ্রেফতার ৩১ জন। সদরে ৯ জন, লোহাগড়া ৯ জন, কালিয়া ৬ জন, নড়াগাতি ৭ জন। উদ্ধার মোট ৪ টি ককটেল বোমা (সদরে)।
নড়াইলে ভিষাল মতুয়া মহাসমাবেশ, শতাধিক মতুয়া দল ঢাক ঢোল, কাশি, বাঁশি বাঁজিয়ে মাতোয়ারা উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: আজ-(৬,নভেম্বর) ২৭৪: নড়াইলের মহাজনে মতুয়া মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী হারিবাশর গুরুচাদ মন্দির কমিটির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাজার সংলগ্ন মাঠে আয়োজিত সমাবেশের উদ্বোধন করেন জয়পুর ধামের তারক গোষাই পরিক্ষিত গোঁসাই। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, সমাবেশে মহাজন ঘষিয়াবাড়ি হরিবাশর মন্দিরের সভাপতি শঙ্কর কুমার সাহার সভাপতিত্বে বক্তৃতা করেন প্রধান অতিথি জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মলয় কুমার নন্দী, প্রধান বক্তা জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কমলাখি বিশ্বাস, বিশেষ অতিথি হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কালিয়া শাখার সভাপতি শিল্পপতি বিশ্বজিৎ সাহা, কালিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার ঘোষ, কালিয়া কেন্দ্রীয় হরিবাশর মন্দিরের সভাপতি সমীর কুমার সাহা, কালিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বিমল রায়, সাধারণ সম্পাদক শঙ্খ ঘোষ, বাংলাদেশ মতুয়া মহাসংঘ নড়াগাতী থানা শাখার সভাপতি গোপাল চন্দ্র রায় প্রমুখ। মতুয়া সমাবেশে, নড়াইল সদর, কালিয়া, লোহাগড়া ও নড়াগাতীসহ পার্শ্ববর্তী এলাকার শতাধিক মতুয়া দল ঢাক ঢোল, কাশি, বাঁশি বাঁজিয়ে নেচে-গেয়ে আনন্দ উৎসবে মাতোয়ারা হয়ে ওঠেন মতুয়ারা। মতুয়া সমাবেশের অন্যতম আকর্ষণ রয়েছে নন্দিত কন্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাসের মনোঙ্গ সঙ্গীতানুষ্ঠান।