নিজ নিজ জায়গা থেকে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গভবনের দরবার হলে গতকাল গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সম্মানে আয়োজিত নৈশভোজে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘সংসদে কী হচ্ছে সংবাদপত্র ও ইলেকট্রনিকস মিডিয়ার মাধ্যমেই তা জাতি জানতে পারছে। নতুবা সংসদে কী হচ্ছে তা কেউ জানতেই পারত না। ’ তিনি বলেন, ‘আপনারা সমালোচনা পর্যালোচনা করবেন, এটাই আপনাদের কাজ। নেতিবাচক খবর পাঠক খায়। তথ্য সত্য হলে বস্তুনিষ্ঠ হলে সেটা হতেই পারে। তথ্য পুরো সত্য না হলে সেটা না হওয়াই উচিত। ’ তিনি আরও বলেন, ‘পজেটিভ নিউজও করা যায়। তাতে হয়তো খাবে কম, তবে পাঠকের কাছে কাগজের বস্তুনিষ্ঠতা বাড়বে। ’ নৈশভোজে অংশ নেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, একাত্তর টিভির সিইও মোজাম্মেল হক বাবু, একুশে টিভির সিইও মনজুরুল আহসান বুলবুল, বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, ইউএনবির সিইও মাহফুজ আহমেদ, পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম চক্রবর্তী প্রমুখ।