অবসর অথবা কর্মব্যস্ত সময়ে আপনার মুখের ব্যস্ততা বাড়ায় চুইংগাম। বাচ্চা থেকে শুরু করে অনেক প্রাপ্ত বয়স্কও এটা খেতে পছন্দ করেন।
এটি সব দেশে সহজলভ্য হলেও সিঙ্গাপুরে ব্যতিক্রম। কারণ দেশটিতে চুইংগাম বেচা-কেনা নিষিদ্ধ।
এমনকি এটা বিক্রির সাজা আরও ভয়াবহ। দেশটিতে চুইংগাম বিক্রি করলে বিশাল অংকের জরিমানা ধরা হয়। সিঙ্গাপুরে চুইংগাম বিক্রির জরিমানা ১ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ লাখ টাকা।
১৯৯২ সাল থেকে এই আইন চালু করে সিঙ্গাপুর। তখন থেকে চুইংগাম পরিবহন, বিক্রি ও খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এমনকি গাম জাতীয় যেকোনও পণ্যের ওপরই দেশটির নেতিবাচক মনোভাব রয়েছে।
সিঙ্গাপুরে চুইংগাম বিক্রির ওপর বিশাল এই জরিমানা আরোপ হলো কেন- এই প্রশ্ন হয়তো আপনার মনে ঘুরপাক খাচ্ছে।