আফ্রিকান দেশ ক্যামেরুনের বামেন্ডায় একটি ইংরেজি মাধ্যমের স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষার্থীসহ ৮১ জন অপহরণ করেছে দুর্বৃত্তরা। দেশটির প্রশাসন মনে করছে শিক্ষার্থীদের অপহরণের পিছনে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের হাত রয়েছে।
সোমবার ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে ইংরেজি মাধ্যমের স্কুলের শিক্ষক শিক্ষার্থীকে অপহরণ করে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন।
যদিও অপহরণকারীদের তরফে এখনও কোনো দাবি করা হয়নি। বামেন্ডার স্কুলের সামনে নিরাপত্তাবাহিনীর জওয়ানরা উপস্থিত রয়েছেন। বামেন্ডার প্রেসবাইটেরিয়ান সেকেন্ডারি স্কুলটি উত্তর-পশ্চিম ক্যামেরুনের সবচেয়ে বড় স্কুলগুলির মধ্যে অন্যতম।
বিচ্ছিন্নতাবাদীরা সংগঠন গুলো বামেন্ডাকে ফ্রেঞ্চভাষী ক্যামেরুন সরকারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে আন্দোলন জোরালো করেছে। এর অংশ হিসেবে পশ্চিমা ধারার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের নির্দেশ জারি করে তারা।