তরিকুল ইসলামকে যশোরে দাফন সোমবার

Slider জাতীয়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের প্রথম জানাজা সোমবার সকাল ১০টায় রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এরপর সকাল সোয়া ১১টায় দ্বিতীয় জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা হবে।

পরে তার মরদেহ যশোরে নিয়ে যাওয়া হবে এবং সেখানে দাফন করা হবে।
রবিবার বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ গণমাধ্যমকে এই তথ্য জানান।

সোমবার ঢাকায় দুই দফা জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে তার নিজ জেলা যশোরে। সেখানে যশোর ঈদগাহ মাঠে বাদ আছর জানাজা শেষে যশোরের কবরস্থানে তাকে দাফন করা হবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিকেল ৫টা ৫ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তরিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *