ঢাকা:বিকল্প ধারার সভাপতি বি চৌধুরী সংলাপ শেষে সাংবাদিক সম্মেলনে বলেছেন, সংলাপে আমরা সন্তুষ্ট। আন্তরিকভাবে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন সরকারের অধীন থাকবে না। রাষ্ট্রপতির অধীন থাকবে। সংসদ ভাঙা হবে না, নিস্ক্রিয় থাকবে বলেছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সিডিউল ঘোষণার পর মন্ত্রী ও এমপিদের সংযোগ সুবিধা বাতিল করতে হবে। সরকারী দলের বিল বোর্ড নামাতে হবে। নির্বাচনকালীন সরকারে তারা নাই। তবে ক্ষমতা সীমিত করতে রাজি। সেনাবাহিনী নির্বাচনের সময় কাজে লাগাতে হবে। তারা বলেছেন, সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকতে পারে। ম্যাজিষ্ট্রেসি ক্ষমতা দেয়া যাবে না। ইভিএম সীমিত আকারে ব্যবহৃত হবে। রাজবন্ধিদের মুক্তি দিতে হবে। তিনি ওই ধরণের রাজনৈতিক মামলার তালিকা চেয়েছেন।
বি চৌধুরী বলেছেন, আমাদের দাবী পূরণ হলে নির্বাচনে যেতে পারি।