‘ঐক্যমত হলে সংবিধানের মধ্যে থেকেই সংকট সমাধান সম্ভব’

Slider জাতীয়


ঢাকা: আলোচনার ভিত্তিতে ঐক্যমত হলে সংবিধানের মধ্যে থেকেই সংকট সমাধান সম্ভব বলে মনে করেন ড. কামাল হোসেন। আজ গণফোরাম আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি।

ড. কামাল হোসেন বলেন, ঐক্যের পক্ষ থেকে আমরা বলেছি, সংবিধানকে সামনে রেখে আলোচনার মাধ্যমে সংকট সমাধান সম্ভব। ঐক্যবদ্ধভাবে বসলে মনখুলে আলোচনা করে সব সমাধান করা সম্ভব। সংবিধানে যে লক্ষ্যগুলো আছে সেগুলো সামনে আনতে হবে, এগুলো অর্জন করবো। এখানে কোনো ব্যক্তি স্বার্থ, গোষ্ঠীর স্বার্থ নেই। জনগণের স্বার্থেই, জাতীয় স্বার্থেই এগিয়ে যেতে হবে। আমরা ঐক্য করে যে দাবিগুলো নিয়ে গিয়েছি সে প্রক্রিয়া অব্যাহত রয়েছে। কালকেই গেলাম কালকেই সব নিয়ে এলাম বিষয়টা তো এমন নয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *