দেশের অষ্টম বিভাগ গঠনের পর ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগমন উপলক্ষে এলাকার সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করছে। আজ বিকেল ৩টায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে সার্কিট হাউজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী।
এখনো মঞ্চে আসেননি প্রধানমন্ত্রী, এর আগেই কানায় কানায় পূর্ণ সার্কিট হাউস ময়দান। এখনো খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। তাদের হাতে শোভা পাচ্ছে রঙ-বেরঙের ব্যানার ফেস্টুন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নতুন রূপে সাজানো হয়েছে সার্কিট হাউজে। শহরজুড়ে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, তোরণ নির্মাণসহ ব্যাপকভাবে সাজানো হয়।
আওয়ামী লীগের জেলা সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, সার্কিট হাউজ মাঠে স্মরণকালের বৃহৎ জনসমাগম ঘটানোর লক্ষে কাজ করছেন জেলা ও মহানগর আওয়ামীলীগের পাশাপাশি এর সহযোগী সংগঠন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামূল হক টিটু জানান, প্রধানমন্ত্রী ময়মনসিংহবাসিকে অনেক দিয়েছেন। তাই ময়মনসিংহবাসী আনন্দিত, উচ্ছ্বসিত।
জেলা প্রসাশক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, প্রধানমন্ত্রী ময়মনসিংহের ১৯৬টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর করবেন।
তার আগমন উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জানিয়েছেন।