ঢাকা: ড. কামাল হোসেন বলেছেন, আমরা গণভবনে ৩ঘন্টা ছিলাম। প্রধানমন্ত্রী লম্বা বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বিশেষ কোন সমাধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। রাতে বেইলি রোডের বাসায় সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান তিনি। সংবাদ সম্মেলনে আলোচনার বিষয়ে একটি লিখিত বক্তব্য তোলে ধরেন গণফোরামের এডভোকেট সুব্রত চৌধুরী। সংবাদ সম্মেলনে আ স ম আবদুর রব বলেন, আমরা দাবি জানিয়েছি। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
সুব্রত চৌধুরী বলেন, ড.কামাল হোসেন, ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকে বক্তব্য রেখেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, সভা সমাবেশে বাঁধা দিবে না। তিনি নির্দেশ দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীকে সভা সমাবেশে সহযোগিতা করার জন্য। গায়েবী মামলার বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, তালিকা দিতে। তদন্ত করে ব্যবস্থা নিবে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়ে স্পষ্টভাবে কিছু বলেননি প্রধানমন্ত্রী। দাবী আদায়ে আমাদের সমাবেশ চলবে।