ঢাকা: সন্ধ্যা সাতটার আগেই গণভবনে হাজির হবেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। এর আগে ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে মিলিত হবেন তারা। বিকাল চারটার মধ্যে ড. কামাল হোসেনের চেম্বারে উপস্থিত হওয়ার কথা রয়েছে তাদের। সেখানে সংলাপের বিষয়ে আলোচনার পর গণভবনের উদ্দেশে রওয়ানা দেবেন বিকেল ৫টার দিকে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ১৪ দলীয় জোট নেতাদের সঙ্গে সংলাপে বসবেন ঐক্যফ্রন্ট নেতারা। তবে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোথা থেকে যাবেন সে বিষয়টি এখনও পরিস্কার নয়। কারণ বর্তমানে তিনি মহানগর নাট্যমঞ্চের গণঅনশনে রয়েছেন। এ গণঅনশন শেষ হবে বিকাল তিনটায়।
এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছে, দলের মহাসচিব মহানগর নাট্যমঞ্চ থেকে অনুষ্ঠান শেষে সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে আরেকটি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখান থেকে তিনি গণভবনে রওয়ানা করবেন। ওদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পিএস ইউনূস আলী জানিয়েছেন, মির্জা ফখরুল অনুষ্ঠান শেষে নয়া পল্টন দলীয় কার্যালয়ে যাবেন। সেখান থেকে গণভবনের উদ্দেশে রওয়ানা হবেন। ড. কামাল হোসেনের নেতৃত্বে আজকের সংলাপে অংশ নেবেন, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, এসএম আকরাম, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসু’র সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আ ব ম মোস্তফা আমিন।