সিলেট প্রতিনিধি :: বিএনপি সিলেট শাখার জেলা ও মহানগর নেতাকর্মীরা খালেদা জিয়ার সাজার প্রতিবাদে গণঅনশন শুরু করেছেন।
দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণেও গণঅনশন কর্মসূচি করেছেন দলটি নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১০টায় এই অনশন কর্মসূচি শুরু হয়ে বেলা ১ টা পর্যন্ত কর্মসূচি চলে। পরে বিএনপি নেতাকর্মীদের অনশন কর্মসূচি ভাঙান বিএমএ’র সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও পেশাজীবী ঐক্য পরিষদের সভাপতি ডা. শামীমুর রহমান শামীম।
সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি হুমায়ূন কবির শাহীনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা এম এ হক।
অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, সহ-সভাপতি জিয়াউল গণি আরেফীন জিল্লুর, সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সহ-সভাপতি আবদুস সাত্তার, জেলা বিএনপির সহ-সভাপতি একেএম তারেক কালাম, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন,
মহানগর সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মোর্শেদ, বিএনপি নেতা মাহবুব চৌধুরী, লোকমান আহমদ, আবদুল মালেক, উজ্জ্বল রঞ্জন, আবদুল হাসিব, সৈয়দ মিনহাজ।
অনশন কর্মসূচি সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৩০ অক্টোবর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা করে জরিমানা করেন পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতের বিশেষ জজ ড. আখতারুজ্জামান।
চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়ের দিন সোমবার নয়াপল্টনে দলের কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন।