জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব সম্পর্কে দেশের বেশির ভাগ মানুষের ধারণা খুবই কম। কাজেই এই গুরুত্বপূর্ণ ইস্যু সম্পর্কে সাধারণ মানুষকে সজাগ ও সচেতন করে তোলার ক্ষেত্রে কমিউনিটি রেডিওগুলো অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে।
শনিবার থেকে রাজশাহীতে শুরু হওয়া ‘ক্লাইমেট চেঞ্জ বিষয়ক রেডিও কনটেন্ট অ্যান্ড প্রোগ্রাম প্রডাক্টশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ অভিমত ব্যক্ত করা হয়েছে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর চৌধুরী সরওয়ার জাহান সজল।
বিশেষ অতিথির বক্তব্য দেন : ডয়চেভেলে একাডেমির সিনিয়র মিডিয়া কনসালটেন্ট মারগিট মিসোগা, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী বেতারের উপআঞ্চলিক পরিচালক হাসান আকতার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শাতিল সিরাজ। স্বাগত বক্তব্য দেন মিডিয়া ব্যক্তিত্ব ও ক্লাইমেট চেঞ্জ মিডিয়া ফেলো জিএম মুরতুজা।
গণযোগাযোগ ও মিডিয়া বিষয়ক জ্ঞানচর্চা কেন্দ্র সেন্টার ফর কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (সিসিডি বাংলাদেশ) এর উদ্যোগে হোটেল মুক্তা ইন্টারন্যাশলের কনফারেন্স রুমে আয়োজিত এই কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারপার্সন প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, মশিহুর রহমান ও শাতিল সিরাজ, বাংলা ভিশন চ্যানেলের সিনিয়র নিউজ এডিটর ও ক্লাইমেট চেঞ্জ মিডিয়া ফেলো আবু রুশদ মো. রুহুল আমিন, রেডিও ভেরিতাস এশিয়ার সিনিয়র প্রডিউসার সাইফুদ্দিন সবুজ এবং ক্লাইমেট চেঞ্জ মিডিয়া ফেলো জিএম মুরতুজা।
ইউনেস্কো নিউ দিল্লি অফিসের সহায়তায় আয়োজিত তিনদিনব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালায় দেশের ১৪টি কমিউনিটি রেডিও স্টেশনের প্রোগ্রাম প্রডিউসাররা অংশ নিয়েছেন। প্রশিক্ষণ শেষে প্রোগ্রাম প্রডিউসাররা ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে সাধারণ মানুষকে সজাগ ও সচেতন করে তোলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কনটেন্ট ও অনুষ্ঠান তৈরি করে স্ব স্ব রেডিও স্টেশনের মাধ্যমে প্রচার করবেন।
প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজনে সহায়তা করছে সিসিডির প্রজেক্ট কোঅর্ডিনেটর মোশারফ হোসেন ও হাসান রাজিব এবং অর্গানাইজার মাফিয়া মুক্তা, আতিক সাদ্দাম ও আবু জাফর।