উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: আজ- বৃহস্পতিবার (১ নভেম্বর) ২৭৪: আজ বৃহস্পতিবার (১ নভেম্বর) নড়াইলের লোহাগড়া নতুন থানা ভবনের শুভ উদ্ধোধন করা হবে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন এই ভবনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেছেন।
আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, উদ্ধোধন উপলক্ষে নতুন থানা ভবন বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। জানা গেছে, নড়াইলের লোহাগড়া থানা ভবনটি পাকিস্তান আমলে নির্মিত। স্বাধীনতার পর পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে। পরিত্যক্ত ঘোষণার পরেও পুলিশ প্রশাসন অনেকটা বাধ্য হয়েই পুরাতন থানা ভবনে থানার সার্বিক কার্যক্রম চালিয়ে আসছিল। এমতাবস্থায় পুলিশের উচ্চ পর্যায়ের নির্দেশে নতুন থানা ভবন নির্মাণ করার জন্য দরপত্র আহবান করা হয়। গত ২০১৫-২০১৬ অর্থ বছরে নড়াইল গণপূর্ত অধিদপ্তরের তত্বাবধানে প্রায় ৭ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে নতুন থানা ভবনের নির্মাণ কাজ শুরু হয়। নড়াইলের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নুর হোসেন এন্ড জাহাঙ্গীর কবির জেভি প্রায় তিন বছর ধরে নতুন থানা ভবন নির্মাণের কাজ শেষ করে। গত সেপ্টেম্বর মাসে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ভবনটি হস্তান্তর করে।
এ বিষয়ে কথা হয় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) প্রবীর বিশ্বাস, আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় নড়াইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইলের লোহাগড়ার নতুন থানা ভবনের শুভ উদ্ধোধন করবেন। অনুষ্ঠানে নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন (পিপিএম), লোহাগড়া থানার ওসি প্রবীর বিশ্বাসসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন বলে তিনি জানান ।# ছবি সংযুক্ত