রাজধানীর কাফরুলের ইব্রাহীমপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত সেই ব্যবসায়ীর নাম শাহজাহান রুবেল (৪৩)।
বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রুবেল লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার দক্ষিণ চন্ডিপুর গ্রামের মৃত মহিবুল্লাহর ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে ইব্রাহীমপুর এলাকায় থাকতেন।
জানা যায়, ইব্রাহীমপুরে অবস্থিত গেদু মোল্লা রোড এলাকায় একটি মুদি দোকান থেকে দুধ কিনে বাসায় ফিরছিলেন রুবেল। পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যার বিষয়টি কাফরুল থানায় জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।